প্রকাশ্যে প্রেমের স্বীকারোক্তি, গীতশ্রীর ফুটবলার প্রেমিক নাকি বধূ নির্যা.তনে অভি.যুক্ত!

0
1

নানা গুঞ্জনের পর অবশেষে নিজের প্রেমের কাহিনী প্রকাশ্যে আনলেন গীতশ্রী (Geetashree Roy)। সেখানেও বিতর্ক? টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর বর্তমান প্রেমিকের প্রাক্তন স্ত্রী মারাত্মক কথা বলছেন যে! গীতশ্রী রায়ের (Geetashree Roy) সঙ্গে ফুটবলার প্রবীর দাসের (Prabir Das) সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে জল্পনা আগে থেকেই ছিল। এবার সম্পর্কে সিলমোহর পড়ল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে। সম্প্রতি গীতশ্রী- প্রবীরের ক্যান্ডেললাইট ডিনারের ছবি ভাইরাল হয়। জল্পনা বাড়ছিল কিন্তু উভয়পক্ষের নীরবতা অনেক কিছুই উহ্য রেখেছিল।

এবার একে অন্যকে আলিঙ্গনের মিষ্টি আদুরে ছবি পোস্ট করে গীতশ্রী রায় লিখলেন, “মনের জন্য হাসি খুবই ভাল। এই ভাবে হাসতে হাসতেই একসঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এই ফ্রেমটা অগোছালো হতে পারে, কিন্তু আমরা নই।” নেট দুনিয়ার কাছে প্রিয় অভিনেত্রীর প্রেমের গল্প (Love Story)বুঝতে এইটুকুই যথেষ্ট ছিল।

 

View this post on Instagram

 

A post shared by ?????????? ℝ??? (@geet_roy)

ফুটবলারের সঙ্গে প্রেম পর্যন্ত ঠিক আছে, কিন্তু এবার প্রেমিকের অতীত কি গীতশ্রী- প্রবীরের সম্পর্কে প্রভাব ফেলবে? আসলে ফুটবলার প্রবীরের অতীত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন স্ত্রী তনুশ্রী দাস। তিনি প্রবীরের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনেন। কী বলছেন অভিনেত্রী? এমন মানুষের সঙ্গে দাম্পত্য শুরুর ভাবনা আসা সম্ভব কি? গীতশ্রীর সাফ উত্তর, “আমরা অতীত নিয়ে ভাবতে রাজি নয়। আমরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেই ব্যস্ত।” সোফায় একে অপরের সঙ্গে হাসিতে প্রবীরের গায়ে ঢলে পড়েছেন অভিনেত্রী। চুটিয়ে প্রেম করছেন, ছবিতেই তা স্পষ্ট। যদিও এখন বিয়ে নয়, আপাতত দুজনেই ব্যস্ত।