গত সোমবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে দ্বিতীয় জয় পায় দিল্লি ক্যাপিটালস। আর এরই মধ্যে অধিনায়ক বদলানোর কথা বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। চলতি আইপিএল-এ দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার।

এদিন গাভাস্কর বলেন,” আমার মনে হয় অক্ষর প্যাটেলকে অধিনায়ক করা উচিত ছিল। খুব সৎ ক্রিকেটার। ছন্দে রয়েছে। আইপিএলে অক্ষর অধিনায়ক হলে ভারতীয় ক্রিকেটও উপকৃত হবে। আগামী দিনের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।”

চলতি আইপিএল-এ ছন্দে রয়েছেন অক্ষর। গতকাল হায়দরাবাদের বিরুদ্ধেও দুই উইকেট নেন তিনি। চলতি আইপিএল-এ দিল্লি দলের সহ-অধিনায়ক অক্ষর।
আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঘোষণা হওয়া ভারতীয় দলকে সেরা দল বললেন শাস্ত্রী










































































































































