মঙ্গলে অমঙ্গল, কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ছড়াল আ.গুন আতঙ্ক। আজ দুপুর আড়াইটে নাগাদ আচমকাই কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) সুপার স্পেশ্যালিটি ব্লক থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজনরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে (Fire Engine)। দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও একটি ইঞ্জিন কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছে গেছে বলে জানা গেছে।
মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে এই মুহূর্তে বহু রোগী ভর্তি রয়েছেন। তাই খুব স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে রোগীর পরিজনদের মধ্যে। কলেজে সেন্ট্রাল এসি ব্যবস্থা থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর পাশাপাশি ধোঁয়ার উৎস খোঁজার চেষ্টা চলছে। বিদ্যুৎ না থাকায় বেশ বিপাকে পড়েছেন রোগীরাও। এমারজেন্সি বিভাগে যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে মেডিক্যাল কলেজ সুপার সূত্রে খবর। তবে কোনও হতাহতের খবর নেই। মোবাইল ফোনের টর্চ জেলে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা যাচ্ছে ।ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College) ইউপিএস রুমে হঠাৎ করে আগুন লাগার (fire)ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।