রাজস্থানের বিরুদ্ধে ম‍্যাচ জিতেও বিরাট ক্ষতি আরসিবির

0
1

রবিবার রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ম‍‍্যাচ জেতে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। তবে ম‍্যাচ জিতেও আর্থিক ক্ষতি আরসিবির। বেশি ক্ষতি হল অধিনায়ক বিরাট কোহলির। রবিবার রাজস্থানের বিরুদ্ধে আরসিবি-র অধিনায়ক ছিলেন তিনি। সেই ম‍্যাচে মন্থর ওভার রেটে বল করার জন্য শাস্তি দেওয়া হল বিরাটদের। আর এর কারণে চলতি  মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার মন্থর ওভার রেটের শাস্তি পেলন ডুপ্লেসিরা।

রাজস্থান ম‍্যাচে মন্থর ওভার রেটের জন‍্য বিরাটের ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে। সেই সঙ্গে বেঙ্গালুরুর প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ দিতে হবে। একই ভুল দ্বিতীয়বার করার জন্যই বিরাটকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দলের ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে।

এই নিয়ে আইপিএলের তরফে বলা হয়েছে, “২৩ এপ্রিল বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে মন্থর ওভার রেটে বল করার জন্য আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলিকে বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছে।”

আরও পড়ুন:আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, দলে ফিরলেন রাহানে