কালিয়াগঞ্জের রেশ কাটতে না কাটতেই মালদহের কালিয়াচকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল এক নাবালিকার বিরুদ্ধে। মঙ্গলবার সাতসকালে ধানখেতের মধ্যে ওই নাবালিকার নিথর দেহ পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়ায় এলাকায়।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচকের বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন কালিয়াচকের এসডিপিও। নাবালিকার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া।
আরও পড়ুন:BSF-এর গুলিতে নিহতদের পরিবারের পাশে থেকেই ”জনসংযোগ যাত্রা” শুরু অভিষেকের
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে কালিয়াচক থানায় খবর পৌঁছয়, আকন্দবেড়িয়ার উজিরপুরে জমিতে এক নাবালিকার মৃতদেহ পড়ে রয়েছে। স্কুলছাত্রী বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সেইসঙ্গে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটিকে স্কুলছাত্রী বলেই মনে হচ্ছে তাঁদের। সঙ্গে ব্যাগও রয়েছে। সম্ভবত টিউশন সেরে ফেরার পথে সে যৌন নিগ্রহের শিকার হয়েছে। তারপর খুনের পর দেহ লোপাটের জন্য গভীর রাতে আততায়ীরা জমিতে ফেলে দিয়েছে। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি। বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ জোগাড় করে আগে তার পরিচয় জানতে তৎপর কালিয়াচক থানার পুলিশ।


প্রসঙ্গত, গত শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে তোলপাড় হয়। সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এখনও সরগরম। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দল এসে ঘুরে গেছে ইতিমধ্যেই। কালিয়াগঞ্জ থানার চার এএসআইকে সাসপেন্ড করা হয়েছে।










































































































































