আগামী রবিবার অনুস্থিত হতে চলেছে নরেন্দ্র মোদির মন কি বাত(Maan Ki Baat) অনুষ্ঠানের শততম পর্ব। বিশেষ এই অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ জানানো হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং সিবিআই(CBI) কর্তাদের। প্রধানমন্ত্রীর দফতরের(PMO) পক্ষ থেকে প্রতিটি রাজ্যের সঙ্গে সঙ্গে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়িত্বে থাকা বাংলার প্রধানদের কাছেও গিয়েছে আমন্ত্রণ। অনুষ্ঠান শুনতে রাজভবনে(RajBhaban) আসতে পারেন তাঁরা।

‘মন কি বাত’ অনুষ্ঠানের শততম পর্ব উপলক্ষ্যে সরকারের পাশাপাশি বিশেষ আয়োজনে মেতেছে বিজেপিও। দেশের সর্বত্র বিজেপির উদ্যোগে যেমন বুথে বুথে হবে অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন, তেমনই সরকারের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। দীর্ঘ সময়ে ৯৯টি পর্বে মোদি দেশের যে সব ব্যক্তি এবং সংস্থার কথা তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে উল্লেখ করেছেন তাঁদের সকলকে ডাকা হয়েছে দিল্লিতে। চার দিনের সম্মেলন শুরু হচ্ছে বুধবার থেকে। বিশেষ পর্বকে স্মরণীয় করতে এই দিন প্রকাশিত হবে ১০০ টাকার কয়েন। অন্য দিকে, প্রতিটি রাজ্যের রাজভবনে হবে অনুষ্ঠান সম্প্রচার। সেখানে বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থার কর্তাদেরও ডাকা হয়েছে। এই আমন্ত্রণ জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি)কে। সংস্থার তরফে আমন্ত্রণ তালিকা প্রকাশ্যে আনা না হলেও সূত্রের খবর, এই তালিকায় ইডি এবং সিবিআই প্রধানের পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী থেকে আইআইটি খড়গপুরের ডিরেক্টর বীরেন্দ্রকুমার তিওয়ারির নামও রয়েছে।
এছাড়াও নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়, পর্বতারোহী পিয়ালি বসাক, ব্যাডমিন্টন খেলোয়ার ঋতুপর্ণা দাসের নামও রয়েছে আমন্ত্রিতদের তালিকায়। সেই সঙ্গে বাংলা থেকে কেন্দ্রের মন্ত্রী হওয়া নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার এবং শান্তনু ঠাকুরও রাজভবনে গিয়ে মোদীর মনের কথা শোনার আমন্ত্রণ পেয়েছেন। রাজভবন সূত্রে জানা গিয়েছে, মোট ৭৫ জন ব্যক্তিকে রবিবার সকালে হাজির হতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কত জন উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও অন্ধকারে রাজভবন।










































































































































