অবশেষে গরম থেকে মুক্তি। স্বস্তির বৃষ্টিতে (Rain) ভিজল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। গত এক সপ্তাহের তাপপ্রবাহ (Heat Wave) কাটিয়ে সোমবার সকাল থেকেই আকাশের মেঘলা মেজাজে খুশি হয়েছেন বঙ্গবাসী। বেলা গড়াতেই রাজ্যজুড়ে বৃষ্টির খবর। বাদ পড়ল না মহানগরীও (Rain in Kolkata)। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, বারুইপুর, ক্যানিং এলাকাতেও যেমন বৃষ্টির খবর, তেমনই হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি ভেজা প্রকৃতির ছবি প্রকাশ্যে।
বৈশাখের আকাশে হঠাৎ করে মেঘের উদয় হওয়ায় কালবৈশাখীর সতর্কতা জানিয়েছিল হাওয়া অফিস (Alipore Weather Department)। ঠিক সেই কথাই সত্যি প্রমাণিত হল সোমবার বেলা এগারোটার পর থেকে। আকাশ কালো করে বৃষ্টি নামল, তার সঙ্গে দোসর দমকা ঝোড়ো হাওয়া। রোদ ঝলমলে কলকাতার আকাশের চরিত্র বদলেছে দুপুর ১২ টার পর থেকে। তারপরই কোথাও ঝিরঝিরে কোথাও আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।