অদ্ভূত সমাপতন। রমজান মাসের শুরু দিনই চাঁদের নীচে দেখা গিয়েছিল মঙ্গলকে। সেই মহাজাগতিক দৃশ্য নিয়ে হৈ হৈ পড়ে যায় সামাজিক মাধ্যমে। এর পরে ইদের ঠিক পরের দিনই ফের রাতের আকাশে চাঁদের পাশে আবার দেখা গেল এক উজ্জ্বল আলোর বিন্দু। তবে, এবার মঙ্গল নয়, চাঁদের (Moon) পাশে এবার শুক্র (Venus)। রবিবার, অক্ষয় তৃতীয়ার পরের রাতেও এই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন অনেকে।
তবে, জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছে, এপ্রিল মাস জুড়েই এই দৃশ্য দেখা যাচ্ছে রাতের আকাশে। রবিবার, ২৩ এপ্রিল একসঙ্গে দেখা গেল চাঁদ ও শুক্রকে। এই সময়ে শুক্র গ্রহের কাছে চলে এসেছে চাঁদ। ইদের চাঁদ আকাশে। শুক্র গ্রহ অতিক্রম করার সময় চাঁদ মঙ্গলের কাছাকাছি চলে আসবে। শুক্রের মাত্র পাঁচ ডিগ্রি উপরেই থাকবে রয়েছে চন্দ্র। এরপর কাছে আসবে শনি। তবে, আকাশে চোখ রেখে এই দৃশ্যের সঙ্গে ইদ আর অক্ষয় তৃতীয়াকে মিলিয়ে খুশি নেটিজেনরা।
আরও পড়ুন- আর জি কর মেডিক্যাল কলেজের ২ ইনটার্ন সাসপেন্ড ও শোকজ