সেলফির মা.রণ নেশা! ম.র্মান্তিক পরিণতি উত্তরাখণ্ডের সরকারি আধিকারিকের

0
1

হেলিকপ্টারের (Helicopter) সঙ্গে সেলফি (Selfie) তোলার প্রবল ইচ্ছা। আর যেমন ইচ্ছা, তেমন কাজ। কিন্তু এমন মর্মান্তিক পরিণতি হবে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি। আর সেলফি তুলতে গিয়েই ব্লেডের আঘাতে ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল উত্তরাখণ্ডের (Uttarakhand) সরকারি আধিকারিকের (Government Official)। রবিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে (Kedarnath Dham)।

জানা গিয়েছে, এদিন হেলিকপ্টারের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ চলার সময় উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ দফতরের ফিনান্সিয়াল কন্ট্রোলার (Financial Controller) অমিত সৈনি (Amit Saini) সেলফি তোলার জন্য অসতর্ক ভাবে রোটারের খুব কাছে চলে যান। আর সেই সময়ই রোটারের আঘাতে দেহ থেকে ছিন্ন হয়ে যায় তাঁর মাথা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু সেলফি তোলার এমন নেশা যে তিনি বুঝতে পারেননি রোটরের খুব কাছে চলে এসেছেন। আর মুহূর্তেই সেই ব্লেডে তাঁর মুণ্ড দেহ থেকে কেটে আলাদা হয়ে যায়।

উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল থেকে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) শুরু হচ্ছে। পাশাপাশি চারধাম যাত্রা (Chardham Yatra) শুরু হয়েছে শনিবার থেকেই। আর তার আগেই এমন দুর্ঘটনায় রীতিমতো যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।