পাঠকের চাহিদায় বিশ্ব বই দিবসে ফের প্রকাশিত হল সত্যম রায়চৌধুরীর দুটি বই

0
1

বিশ্ব বই দিবসে ফের প্রকাশিত হল টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীর দুটি বই ‘মহাত্মা ফর ইউ’ এবং ‘বঙ্গবন্ধু ফর ইউ’। রবিবার বই দুটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ লেখক সত্যম রায়চৌধুরী এবং তাঁর স্ত্রী মৌ রায়চৌধুরী। ছিলেন প্রবীণ সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বাংলাদেশে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত দেব মুখোপাধ্যায়, সাংবাদিক জয়ন্ত ঘোষাল, দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি সিং সহ বিশিষ্টরা।

 

লেখক সত্যম রায়চৌধুরী বলেন, এর আগে ২০২১ সালে বই দুটি প্রথম প্রকাশিত হয়। প্রাক্তন আইপিএস অফিসার কিরন বেদি তাঁর বই প্রকাশ করেছিলেন। পাঠকদের কাছে বই দুটির চাহিদা যথেষ্ট। মূলত তাদের সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়েই দুটি বই ফের প্রকাশিত হল।
প্রসঙ্গত, ইউনেস্কো এর সহায়তায় মোট ৩২টি দেশে সত্যম রায়চৌধুরীর এই বই দুটি প্রকাশিত হয়।

আরও পড়ুন- বিশ্বের উষ্ণতম বছর ২০২২! প্রকাশ্যে রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু রিপোর্ট