প্রার্থী বাছাইয়ে ‘গ্রাম বাংলার মতামত’ জানতে নির্বাচনী কমিটি গড়লো তৃণমূল

0
1

গত ২০ এপ্রিল তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) শুরু করেছিলেন নয়া কর্মসূচি ‘তৃণমূলের নবজোয়ার’। যার মাধ্যমে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষ যাকে প্রার্থী দেখতে চায়, মানুষের সেই রায় জানতে শুরু হচ্ছে ‘গ্রাম বাংলার মতামত'(gram Bangla matamat) নেওয়ার কাজ। তৃণমূলের অভিনব এই উদ্যোগ বাস্তবায়নে দলের তরফে গঠন করা হলো নির্বাচনী কমিটি(election committee।

রবিবার তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচনী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দুটি স্তরে চলবে মতামত সংগ্রহের কাজ। যার প্রথম স্তরে থাকছে রাজ্য নির্বাচনী কমিটি। ২২ জন সদস্যের এই কমিটিতে শীর্ষ পদে রাখা হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। দ্বিতীয় স্তরে থাকছে জোনাল কমিটি। বেশ কতগুলি জেলা ভিত্তিক একটি করে জোন তৈরি করা হচ্ছে। রাজ্যজুড়ে থাকবে মোট আটটি জোন। একেকটি জোনাল কমিটিতে থাকবেন ৬ থেকে ১০ জন সদস্য। যারা গোটা নির্বাচনী প্রক্রিয়া সামাল দেওয়ার দায়িত্ব থাকবে। আর এই জোনাল কমিটি রিপোর্ট পাঠাবে রাজ্য কমিটিকে। জোনাল কমিটির কাজের তদারকি করবে রাজ্য কমিটি।

এক ঝলকে দেখে নেওয়া যাক ‘গ্রাম বাংলার মতামত’ কর্মসূচির দায়িত্বে যারা এলেন…

 

 

 

 

 

 

 

আরও পড়ুন- পাঠকের চাহিদায় বিশ্ব বই দিবসে ফের প্রকাশিত হল সত্যম রায়চৌধুরীর দুটি বই