আর জি কর মেডিক্যাল কলেজের ২ ইনটার্ন সাসপেন্ড ও শোকজ  

0
2

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ উঠেছিল।শনিবার মধ্যরাতে ফায়ার এগজিটের বারান্দায় দাঁড়িয়ে মদ্যপানের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ ওঠে আর জি করের দুই ইনটার্নের বিরুদ্ধে।রবিবার ২ ইনটার্নকে সাসপেন্ড ও শোকজ করা হয়েছে।এই সিদ্ধান্তের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শনিবার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ারে ক্যামেরায় ধরা পরে আরজিকরে স্বাস্থ্যকর্মীদের এই ছবি। ছবিতে যে দুজনকে দেখতে পাওয়া গিয়েছে, তারা আরজিকর মেডিক্যাল কলেজের ইনটার্ন বলে জানা যায়।

গতকাল রাত বারোটা থেকে একটা নাগাদ কলেজের দুই ইনটার্ন আরজি কর ট্রমা কেয়ারের ব্যালকনিতে পৌঁছায়। এরপর প্রকাশ্যে মদ্যপান সহ ধূমপান করেন দুজন। যা নিচে দাঁড়িয়ে থাকা এক রোগীর পরিজন ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিতেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।এরপরই রোগী ও তার পরিজনদের প্রশ্নের সম্মুখীন হয় হাসপাতাল কর্তৃপক্ষ। শহরের প্রাচীনতম হাসপাতালে খোদ একজন ডাক্তার কিভাবে প্রকাশ্যে ধূমপান করছেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন তারা।