মিলবে স্বস্তি, রাজ্যে বৃষ্টির খবর শোনালো আবহাওয়া দফতর

0
1

আপাতত গরমের থেকে স্বস্তি মিলবে। কমবে তাপমাত্রা এবং ২৫ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। খুশির ঈদের দিনে রাজ্যবাসীকে এই খুশির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ চলছিল তার ফিরে আসার সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা আগের থেকে অনেকটাই কমেছে এবং আগামী দুই তিন দিনে আরো দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বলেও আশ্বাস মিলেছে। ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে । কোথাও কোথাও বজ্রবিদ্যুত সাথে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৩০ থেকে ৫০ কিমি বেগে। কলকাতায় রবিবার দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি এর কাছাকাছি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গেও শনিবার থেকে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় শিলা বৃষ্টি ও উত্তরের পাঁচ জেলার কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা।

আরও পড়ুন- ৪ কোটি টাকার দায় অয়নের উপর চাপালেন বান্ধবী শ্বেতা!