আতিক হত্যাকাণ্ডের জের! এবার খোদ প্রধানমন্ত্রীর কনভয়ে আত্মঘাতী হামলার হুমকি দিল জঙ্গি গোষ্ঠী! যদিও ওই চিঠি পাঠানোর কথা অস্বীকার করেছেন প্রেরক। ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কেরালা সফর। এর আগেই তাঁর কনভয়ে হামলার হুমকি দিয়ে কেরালায় BJP-র রাজ্য দফতরে হুমকি চিঠি পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে।

সোমবার, কেরালায় একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তিরুঅনন্তপুরমে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে সূচনা করবেন। কোচিতে একটি জনসভায় বক্তব্য রাখবেন মোদি। এছাড়াও শোভাযাত্রা করার কথা রয়েছে। এর আগেই নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) তরফে কেরালার বিজেপির BJP রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন এই হুমকি চিঠি পাঠানো হয়েছে। এরনাকুলামের বাসিন্দা জোসেফ নামে এক ব্যক্তি চিঠিটি পাঠিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। যদিও বিষয়টা অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, কেউ তাঁকে ফাঁসিয়েছে। তাঁকে আটক করেছে রাজ্য পুলিশ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজ্যের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।
এদিকে, কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিয়ে বার্তা দিয়েছে ভারতের আল কায়দার শাখা সংগঠন। ইদ উপলক্ষ্য়ে প্রকাশিত ৭ পাতার একটি ম্যাগাজিনে বিশ্বজুড়ে মুসলিমদের স্বাধীন করার বার্তা দিয়েছে আল কায়দা। সেখানে লেখা হয়েছে, অত্যাচারীদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে। হোয়াইট হাউসে হোক বা দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন কিংবা রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দফতর- সবই তাদের নিশানায় বলে জানানো হয়েছে।










































































































































