সুখবর দিল্লি শিবিরে, উদ্ধার চুরি যাওয়া সরঞ্জাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওয়ার্নারের

0
1

বৃহস্পতিবার চলতি আইপিএল-এ প্রথম জয় পায় দিল্লি ক‍্যাপিটালস। আর এরপরই আরও এক সুসংবাদ পেল দিল্লি শিবির। চুরি যাওয়া সরঞ্জামের বেশির ভাগটাই উদ্ধার করা গিয়েছে।কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে ব্যাট-সহ ক্রিকেটের বেশ কিছু সরঞ্জাম চুরি গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের।

কেকেআর-কে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পাওয়ার পর সুখবর পেল দিল্লি। ডেভিড ওয়ার্নারদের চুরি যাওয়া সরঞ্জামের বেশির ভাগটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও কিছু সরঞ্জাম পাওয়া যায়নি। বেঙ্গালুরু পুলিশ তদন্ত চালিয়ে ক্রিকেটারদের সরঞ্জাম উদ্ধার করেছে। চুরি যাওয়া ক্রিকেট সরঞ্জাম ফেরত পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন দিল্লির অধিনায়ক ওয়ার্নার। পোস্টে তিনি লিখেছেন, “ওরা অপরাধীদের খুঁজে পেয়েছে। এখনও কিছু সরঞ্জাম পাওয়া যায়নি। কিন্তু তার পরেও ধন্যবাদ।” প্রসঙ্গত, আরসিবি-র বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলে ফেরার পথে দিল্লি ক্রিকেটারদের সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। দিল্লি ১৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের ম্যাচের পরে রাজধানীতে পৌঁছানোর পরেই ব্যাট, প্যাড এবং গ্লাভস সহ তাদের একাধিক ক্রিকেট সরঞ্জাম চুরি গিয়েছিল। যার মূল্য কয়েক লক্ষ টাকা।

আরও পড়ুন:সৌরভ-বিরাটের বিতর্ক নিয়ে কী বললেন শাস্ত্রী?