সম্প্রীতি-ঐক্যের দিনে ভিডিও বার্তায় শুভনন্দন মুখ্যমন্ত্রীর

0
1

কঠোর আচার পালনের পরে এসেখে খুশির ইদ। একই সঙ্গে রয়েছে অক্ষয় তৃতীয়। সম্প্রীতির এই দিনে রাজ্যবাসীদের শুভনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, দুপুরে নিজের ফেসবুক পেজে (FaceBook Page) একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি।

ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বাংলার সম্প্রীতির কথা তুলে ধরেন। বলেন, “আজকের দিনটি হলো আমাদের সম্প্রীতি এবং ঐক্যের দিন। আজ পবিত্র ঈদ। সবাইকে ইদ মোবারক। আবার পয়লা বৈশাখের পরে আর একটি হালখাতা হয় অক্ষয় তৃতীয়ায়। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সকলকে আন্তরিক শুভনন্দন।“

মুখ্যমন্ত্রী লেখেন,
“ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সকলকে আন্তরিক শুভনন্দন। এছাড়াও পবিত্র ঈদের আন্তরিক শুভকামনা রইলো আপনাদের।
সকলের মঙ্গল কামনায় ব্রতী হয়ে আজ পরমেশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করছি যে, সকল ভেদাভেদ, সকল আসুরিক শক্তির বিনাশ হয়ে আপনারা সবাই নির্মল আনন্দে জীবন যাপন করুন। আজকের দিনটি হলো আমাদের সম্প্রীতি এবং ঐক্যের দিন। বছরের প্রত্যেকটি দিন যেন আপনাদের শুভ হোক এই কামনা আমার। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।“

এর আগে এদিন সকালে রেড রোডে গিয়ে ইদের নমাজে যোগ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় ঐক্য ও সম্প্রীতির বর্তা দেন তাঁরা।