ফের দিল্লি কোর্টের মধ্যেই শু.টআউট! প্রশ্নের মুখে আদালতের নিরাপত্তা

0
1

দিল্লি কোর্টের মধ্যে ফের চলল গুলি। আদালতের নিরাপত্তা ভেঙে শুক্রবার দিল্লির সাকেত আদালত চত্বরে মামলা চলাকালীন এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালাল বন্দুকবাজ। ঘটনায় আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে।আদালতের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:পুঞ্চে জ*ঙ্গিদের গ্রে*নেড হাম*লায় নি*হত ৫ জওয়ান, ত*দন্তে এনআইএ

পুলিশ সূত্রের খবর, হামলাকারী এক জন কুখ্যাত দুষ্কৃতী। আদালত চত্বরে নিরাপত্তা এড়াতে আইনজীবীর পোশাক পরে এসেছিলেন। ফলে সহজেই পুলিশের নজর এড়িয়ে যায়। যে মহিলাকে লক্ষ্য করে গুলি চালান ওই দুষ্কৃতী, তিনি তখন আদালত চত্বরেই ছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহিলা একটি মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন। তাঁকে অনুসরণ করে আদালত চত্বরে ঢুকে পড়েছিলেন হামলাকারী। মহিলাকে লক্ষ্য করে পর পর চারটি গুলি চালান তিনি। তিনটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি লাগে মহিলার শরীরে। তাতেই গুরুতর জখম হয়েছেন তিনি।

গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। তাঁকে উদ্ধার করে দ্রুত এমসে নিয়ে যাওয়া হয়েছে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। কেন তাঁকে গুলি করা হল, সে বিষয়টিও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর খোঁজ চালানো হচ্ছে।

আদালত চত্বরে মামলা চলাকালীন আচমকা গুলি চালানোর ঘটনায় ফের দিল্লি আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছর সেপ্টেম্বর মাসেও উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই বিবদমান দুই দলের দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। সে বারও দুষ্কৃতীরা আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিলেন।ফের একই ঘটনা ঘটায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।