প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা মদন ঘোষ! শো*কস্তব্ধ রাজনৈতিক মহল

0
2

চলে গেলেন প্রবীণ সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক মদন ঘোষ (Madan Ghosh)। কৃষক আন্দোলনের অন্যতম নেতার প্রয়াণে শো*কস্তব্ধ রাজনৈতিক মহল। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রবীন দেব-সহ অন্যান্য নেতারা উপস্থিত হন। টুইট করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী এবং সূর্যকান্ত মিশ্র (Sujan Chakraborty and Surjya Kanta Mishra)। বর্ধমানে ভাতছালায় নিজের বাসভবনে শুক্রবার সকাল ৭ টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

দীর্ঘদিন সিপিএমের রাজ্য কমিটিতে ছিলেন মদন ঘোষ। অবিভক্ত বর্ধমান জেলার সিপিএম জেলা সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর উপর। কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছিলেন তিনি। সর্বভারতীয় কৃষক সভার সহ সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। তাঁকে লাল সেলাম জানিয়েছেন সিপিএম দলের অন্যান্য নেতৃত্বরাও। শুক্রবার বিকেলে বর্ধমানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।