সুভাষ পল্লী নেতাজি উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়ের আধুনিকীকরণে অরূপ বিশ্বাস

0
1

আধুনিকতার ছোঁয়া পেল টালিগঞ্জের সুভাষ পল্লী নেতাজি উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়। আধুনিক প্রযুক্তি দ্বারা নব রূপে সজ্জিত স্কুলটির শুক্রবার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী (power minister) অরূপ বিশ্বাস (Arup Biswas)। উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি সন্দীপ দাস এবং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কার্তিক মান্না।

১৯৭৪ সাল থেকে নানা ঘটনার সাক্ষী থেকে সুবর্ণ জয়ন্তীর গোড়ায় স্কুলটির আমূল পরিবর্তন ঘটতে চলেছে টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের হাত ধরে। স্কুলটিতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তিগত শিক্ষার সমস্ত কিছু ব্যবস্থা। থাকছে স্মার্ট ক্লাস, স্মার্ট বোর্ড, প্রজেকশন, প্লে অ্যান্ড লার্ন, সাথে আছে কিচেন গার্ডেন, মিউজিক ক্লাস ।

আরও পড়ুন- নিয়োগ দুর্নী*তি মামলায় নিজামে হাজিরা শাহজাহান মোল্লার!