বৃহস্পতিবার চলতি আইপিএল-এ প্রথম জয় পায় দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচ ম্যাচে হারের পর আইপিএলে প্রথম জয় পায় দিল্লি। আর এই জয়ে উচ্ছ্বসিত দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ শেষে এই জয়কে সরাসরি প্ৰথম টেস্ট রান নেওয়ার সঙ্গে তুলনা করলেন সৌরভ।
ম্যাচের শেষে সৌরভ বলে দেন, “অবশেষে জয় পেয়ে ভালো লাগছে। ডাগ আউটে বসে বারবার ২৫ বছর আগে নিজের প্ৰথম টেস্ট রান নেওয়ার কথা মনে পড়ছিল। আমরা আজ ভাগ্যবান ছিলাম।”
টানা আইপিএলে হারের মুখ দেখছিল দিল্লি। তার কারণ হিসাবে দলের ব্যাটিংয়ের ধারাবাহিক ব্যর্থতার কথা স্বীকার করে নেন সৌরভ। এই নিয়ে তিনি বলেন,” জানি আমরা মোটেই ভালো ব্যাটিং করতে পারছি না। আমাদের উন্নতির আরও সুযোগ খুঁজতে হবে। ছেলেদের সঙ্গে আমরাও পরিশ্রম করছি। ওঁদের ফর্মে ফেরাতে সাহায্য করব।
ব্যাটিং ব্যর্থতার কথা বললে বোলারদের কৃতিত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “চলতি সিজনে এর আগেও আমরা ভালো বোলিং করেছি। তবে আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ব্যাটিং। নিজেদের ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমাদের-ই প্ল্যানিং করতে হবে। স্পিনাররা দারুণ বোলিং করল।”
আরও পড়ুন:দিল্লির কাছে হারের দায় নিজের ঘাড়েই চাপালেন নাইট অধিনায়ক