আইপিএল-এর প্লে-অফের সূচি ঘোষণা বিসিসিআইয়ের

0
1

আইপিএলের প্লে অফ এবং ফাইনালের সূচি ঘোষণা করল বিসিসিআই। প্রথমে গ্রুপ পর্বের সূচি ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার প্রতিযোগিতার তিনটি প্লে-অফ ও ফাইনালের সূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এবার প্লে অফ থেকে বঞ্চিত থাকল কলকাতা। বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে চেন্নাই এবং আহমেদাবাদে নক আউট স্টেজের দুটি করে ম্যাচ ফেলা হয়েছে।

২১ মে শেষ হবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। তারপরে ২৩ মে থেকে শুরু হবে প্লে-অফের ম‍্যাচ। ২৩ মে প্রথম কোয়ালিফায়ার। ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৬ মে হবে এলিমিনেটর। ২৮ মে আইপিএলের ফাইনাল। গতবারের আইপিএলে প্লে-অফের দু’টি খেলা হয়েছিল কলকাতায়। দু’টি কোয়ালিফায়ার হয়েছিল ইডেন গার্ডেন্সে।এলিমিনেটর ও ফাইনাল হয়েছিল গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু এবার আর প্লে-অফের কোনও খেলা ইডেনে নেই। এবার প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। অবশ্য এলিমিনেটর ও ফাইনাল সেই আমদাবাদেই হবে।

আরও পড়ুন:লাল-হলুদে লোবেরার আসা নিয়ে চলছে জল্পনা, বিকল্প কোচের সন্ধান শুরু ইস্টবেঙ্গলের