২০০২ সালে গুজরাটের(Gujrat) গোধরায় সবরমতি এক্সপ্রেসে(Sabarmati express) অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ দোষীকে জামিন(Bail) দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ৮ অপরাধী ১৭ থেকে ২০ বছর সাজা কেটেছে। মানবিক দিন বিচার করেই তাদের জামিন দিল দেশের শীর্ষ আদালত। অন্যদিকে এই ঘটনায় আরও ৪ জন জামিনের আবেদন জানালেও তা খারিজ করেছে আদালত। এই ৪ জনকে নিম্ন আদালতে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল পরে হাইকোর্ট তাদের ফাঁসির সাজা খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

এই ৮ দোষীর আইনজীবী সঞ্জয় হেগড়ে ইদকে সামনে রেখে তাদের জামিনে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন আদালতে। সেইমতো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ গোধরা মামলায় দোষীদের জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেন। জানান, এই ৮ আসামি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তাদের জামিনের শর্ত পূরণ করে জামিনে মুক্তি দিতে হবে। অন্যদিকে গত শুনানিতে, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নিম্ন আদালতের দ্বারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন বিবেচনা করা হবে না। অবশ্য হাইকোর্ট সেই ফাঁসির সাজাকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে।
উল্লেখ্য, ২০০২ সালে গোধরায় সবরমতি এক্সপ্রেসে আগুন জ্বালিয়ে ৫৯ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে অপরাধীরা। এই ঘটনায় আবদুল রেহমান ধন্তিয়া, আবদুল সাত্তার ইব্রাহিম গাদ্দি এবং মোট ২৭ জন অপরাধীর জামিনের আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে। তাদের মধ্যে ৮ জনকে জামিন দিল আদালত।










































































































































