কলকাতায় বসেই রমরমিয়ে চলছিল আইপিএলের বেটিং। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে দিব্যি চলছিল বেটিংয়ের কারবার। এবার পুলিশের হাতে গ্রেফতার তিন জুয়ারি।
চলতি আইপিএল সিরিজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে ম্যাচ নিয়ে গড়াপেটা করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার বিশেষ সূত্রে খোঁজ পেয়ে মণীশ জৈনকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ক্লাইভ রোডে তাঁর দফতর থেকেই গ্রেফতার করা হয় মণীশকে। অভিযোগ, স্কাইএক্সটেঞ্জ অ্যাপের মাধ্যমে গড়াপেটা চক্র চালাতেন বছর তেতাল্লিশের ওই ব্যক্তি।
বাকি দুজন হল, লেকটাউনের পবন আগরওয়াল এবং শিবপুরের রোহিত জৈন। পুলিশ সূত্রে জানা গেছে,ডোভার রোডের একটি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তিন জনকে গ্রেফতারের পাশাপাশি ১১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং ৬০ হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ।
আইপিএলে বেটিং নিয়ে অভিযোগ নতুন নয়। কলকাতা পুলিশের তৎপরতায় এই বেটিং চক্র ধরা পড়ল। পুলিশ তদন্ত করে দেখছে এর সঙ্গে আর কোনও বড় মাথা জড়িত কিনা।




































































































































