সাতসকালে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে দুটি ট্রেনের ইঞ্জিনই উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়।মৃত্যু হয় ১ মালগাড়ি চালকের।বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। দুর্ঘটনার জেরে বিলাসপুর-কাটনি রুটে ট্রেন চলাচল ব্যহত হয়েছে।


আরও পড়ুন:ধেয়ে আসছে সৌরঝড়! বিচ্ছিন্ন হতে পারে টেলি যোগাযোগ

জানা গিয়েছে, সিংপুর রেলওয়ে স্টেশনের কাছে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একজন মালগাড়ির চালক মারা গিয়েছেন, অপরজন আহত হয়েছেন। দুইজন রেলকর্মীও আটকে পড়েছেন ইঞ্জিনের ভিতরে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।তবে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

তবে, ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তে অনুমান, লাইনের সিগন্যালিংয়ে ভুল হওয়ার কারণেই এক লাইনে চলে আসে দুটি মালগাড়ি। দুটি ট্রেনেরই গতি বেশি থাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।








































































































































