খুশির খবর, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন নেইমার

0
1

গোড়ালির চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। তবে এই কঠিন সময়ে ব্যক্তিগত জীবনে সুখবর পেলেন নেইমার দ্য সিলভা। পিএসজির ব্রাজিলীয় তারকা ফের বাবা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। প্রসঙ্গত, মাত্র ১৯ বছর বয়সে প্রথমবার বাবা হয়েছিলেন নেইমার। প্রাক্তন বান্ধবী ক্যারোলিন দান্তেসের সঙ্গে সম্পর্কে থাকার সময় ছেলে দাভি লুকার জন্ম হয়। লুকার বয়স এখন ১২ বছর।

নেইমারের সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ব্রুনা। সঙ্গে লিখেছেন, ‘‘আমরা তোমার অপেক্ষায় রয়েছি। তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। জানি, আমাদের ভালবাসা পূর্ণ করতে তুমি আসছ। তোমার জন্য খুব সুন্দর একটা পরিবার অপেক্ষা করছে।’’ ২৮ বছর বয়সি ব্রুনা পেশায় মডেল। ২০২১ সাল থেকে নেইমারের সঙ্গে সম্পর্কে রয়েছেন ব্রুনা। এদিকে, ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পান নেইমার। অস্ত্রোপচারের পর আপাতত রিহ্যাব করছেন। তবে ফিট হয়ে মাঠে ফিরতে আরও কয়েকটা মাস সময় লাগবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Neymar Jr Site (@neymarjrsiteoficial)

আরও পড়ুন- নাফেড থেকে ডাল কেন নয়, কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দিল রাজ্য