মে মাসের শুরু থেকে জোকা-তারাতলা মেট্রো রুটে (Joka – Taratala Metro Route) বাড়ছে ট্রেনের সংখ্যা । বুধবার মেট্রোরেলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিশদ সমীক্ষা চালানোর পরেই বেহালা (Behala) এলাকার মানুষের সুবিধার জন্য পার্পল লাইনে দৈনিক মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার মাস আগে এই রুটে বাণিজ্যিক ভাবে মেট্রো পরিষেবা (Metro Service) চালু হয়েছিল । বর্তমানে দৈনিক ১২টি মেট্রো চালানো হচ্ছে। ১ মে থেকে মেট্রোর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে হবে ২৪টি।
আগামী মাস থেকে প্রতিদিন ১২ টি আপ মেট্রো এবং ১২ টি ডাউন মেট্রো চলাচল করবে। কলকাতা মেট্রো সূত্রে খবর, ১ মে জোকা থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৮ টা ৫৫ মিনিটে, আর শেষ ট্রেন ছাড়বে বিকেল ৪টে বেজে ২০ মিনিটে। উল্টোদিকে তারাতলা থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৯ টা বেজে ২০ মিনিটে। আর শেষ ট্রেনটি ছাড়বে বিকেল ৪টে ৪০ মিনিটে। এখন থেকে ১ ঘণ্টার পরিবর্তে ৪০ মিনিট অন্তর মিলবে এই রুটের মেট্রো পরিষেবা। তবে শনি ও রবিবার আগের মতোই মেট্রো পরিষেবা বন্ধ থাকছে বলে জানা যাচ্ছে।