গরমে কম্বল বিতরণ! বিতর্কের পাল্টা ব্যাখ্যা দিলেন করিমপুরের বিধায়ক

0
1

তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। সেখানে কোথাও জন প্রতিনিধিরা জল দিচ্ছেন, কোথাও বিদ্যুতের সমস্যা না হয় তা দেখছন। এই পরিস্থিতি কম্বল বিতরণ করে কটাক্ষের মুখে পড়লেন নদিয়ার (Nadia) করিমপুরের তৃণমূল বিধায়ক (TMC MP) বিমলেন্দু সিংহ রায় (Bimalendu Singha Roy)। কিন্তু এত গরমে কেন কম্বল (Blanket) বিতরণ করলেন বিধায়ক! তিনি জানান, কম্বলগুলি ছিল। রেখে দিলে নষ্ট হয়ে যেত বলেই সেগুলি বিতরণ করেন বিমলেন্দু সিংহ রায়।

প্রখর রোদে হাঁসফাঁস করছে বাংলা। জলকষ্টেও ভুগেছেন অনেকে। সেই সময় জলের ব্যবস্থা না করে হঠাৎ কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন বিমলেন্দু সিংহ রায়! বিতর্কের জবাবে পাল্টা বিধায়ক বলেন, যাঁদের সমালোচনা করা অভ্যেস তাঁরা করবেন। ঈদ উপলক্ষে তাঁর বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করছেন। বেশ কিছু কম্বল মজুত ছিল। ধুতি-কাপড়ের সঙ্গে সেগুলি দিয়েছেন। যদি কাজে লাগে সেই জন্য সেগুলি দিয়েছেন।