ওষুধ দ্রুত সরবরাহ করার অত্যাধুনিক উদ্যোগ। এখন থেকে অ্যাপের মাধ্যমে ওষুধের প্রয়োজনীয়তা জানালেই কয়েক মিনিটের মধ্যে আকাশ পথে উড়ে আসবে ওষুধ। স্বয়ংক্রিয় ড্রোন ওষুধ পৌঁছে দেবে গন্তব্যে। মঙ্গলবার হুগলির হিন্দমোটরে আনুষ্ঠানিক ভাবে চালু হল ড্রোনের মাধ্যমে অত্যাধুনিক ওষুধ সরবরাহের ব্যবস্থা। অভিনব এই উদ্যোগ রাজ্যে প্রথম, দাবি কানাইয়া মেডিসিন নামক সংস্থার কর্ণধার বিনীত তন্দরির।
তিনি বলেন কয়েক বছর ধরেই আমাদের এই চিন্তা ধারা ছিল। ৩২ কেজি ওজন বিশিষ্ট এই ড্রোনের মাধ্যমে মেডিসিন সাপ্লাই করা হবে হুগলির বিশেষ কিছু এলাকা সহ হাওড়া জেলাতে। ১৩২ মিটার উঁচু থেকে এই ড্রোন চলবে, ৮মিনিট ২০ সেকেন্ডের মধ্যে মেডিসিন নিয়ে হাওড়ায় পৌঁছাতে পারবে এই ড্রোন। যার ফলে অল্প সময়ের মধ্যে এই ওষুধগুলো ক্রেতার হাতে পৌঁছে যাবে। অন্যদিকে ড্রোন প্রস্তুতকারক এক সংস্থার আধিকারিক দিল্লির বাসিন্দা। অর্পিত শর্মা তিনি বলেন ইতিমধ্যে আমরা কয়েকটি ড্রোন প্রস্তুত করেছি বিভিন্ন কোম্পানির জন্য, কলকাতা তে একটি ড্রোন প্রস্তুত করেছিলাম অন্য একটি কাজের জন্য । তবে মেডিসিন সাপ্লাইয়ের জন্য এই প্রথম কানহাইয়া মেডিসিন নামক সংস্থার হাতে তুলে দিলাম। তবে তিনি বলেন এই ড্রোনের মাধ্যমে উপকৃত হবেন সামনের ব্যক্তি যিনি অল্প সময়ের মধ্যে মেডিসিন হাতে পাবেন, কারণ অল্প সময়ের মধ্যে তার কাছে মূল্যবান ওষুধগুলো পৌঁছে যাবে।
আরও পড়ুন- আয়নায় মুখ দেখুন! বিজেপির মিথ্যাচারের জবাবে তোপ তৃণাঙ্কুরের