মুকুল রায়ের(Mukul Roy) দিল্লি যাত্রায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এদিন দিল্লি থেকে সংবাদমাধ্যমকে মুকুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতেই থাকতে চান। তবে মুকুলের এই রাজনৈতিক পাল্টি নিয়ে এবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল(TMC) বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তাঁর দাবি, ‘দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে’। পাশাপাশি এটাও জানালেন, মুখ খোলার জন্য দল যদি তাকে শোকজ করে তবে তাতেও তিনি রাজি।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, “মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল দিল্লিতে বিজেপির সিংহাসন দখল হয়েছে। গত বছর ২১শে জুলাই মমতা অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল। বিজেপিতে চলে গিয়ে সব খবর দিয়ে তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে? কেউ আসছে যাচ্ছে, দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে। সবাই তো এবার মুকুলের পথে হাঁটবে।” একইসঙ্গে মদন বলেন, “এটা শুভেন্দু অধিকারীর গেম প্ল্যান। মুকুলকে দিয়ে কিছু নাম বলানো হবে যাতে মানুষ বিশ্বাস করেন। সেই জন্যই মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।” এরপরই সুর চড়িয়ে মদন বলেন, মুকুলকে কেনই বা নিয়ে আসা হল, কেন এত মুকুল মুকুল হচ্ছে!
এছাড়াও মুকুলের দিল্লিযাত্রা নিয়ে তদন্তের দাবিও তুলেছেন মদন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি চাইব মুকুলের হঠাৎ কী হল, সেই তদন্তের দায়িত্ব সিবিআই-ইডিকে দেওয়া হোক। সব কিছুই যখন সিবিআই-ইডি তদন্ত করছে, তখন ওরা বার করুক যে মুকুলকে কারা দিল্লিতে নিয়ে গেল। মুকুল শুধু এই দেশের একজন নাগরিক নন, প্রাক্তন রেলমন্ত্রী ও বর্তমান বিধায়ক।”







































































































































