তাপপ্রবাহের জ্বালায় অতিষ্ট বঙ্গবাসী! আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে বহু কাঙ্খিত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কবে কোথায় বৃষ্টি হবে, তা এখনও স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস।
আরও পড়ুন:সুপ্রিম নির্দেশের পরও কেন অভিষেককে CBI নোটিশ! ক্ষুব্ধ দিল্লির ফোন এলো নিজামে
চৈত্রের শেষ থেকেই গরমের দাপটে নাকাল রাজাবাসী। সোমবারের পর মঙ্গলবারও অস্বস্তিজনক গরমে কাহিল সকলে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় পারদ ৪০ ডিগ্রি পার করেছে।অসহ্য গরম থেকে বাঁচতে চাতক পাখির মতো বৃষ্টির আশায় সকলেই। এরই মধ্যে সুখবর শোনাল আবহাওয়া দফতর।

আর মাত্র কয়েকটা দিন সহ্য করতে হবে দহনজ্বালা। তারপরই অর্থ্যাৎ আগামী ২২ এপ্রিল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে কমবে তাপমাত্রা। পূর্বাভাস মিলে গেলে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
উত্তরের জেলাগুলির জন্যও স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। বুধবারেই দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।


তবে আপাতত শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আরও গরম বাড়তে পারে। ওই জেলাগুলিতে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।










































































































































