আ.হত মিমি চক্রবর্তী, অভিনেত্রীর আরোগ্য কামনায় শুভশ্রী-সায়ন্তিকা

0
2

আহত সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। পয়লা বৈশাখের আগের রাতেই রক্তা.রক্তি কাণ্ড ঘটিয়েছেন তিনি। আঙুলে চার-চারটে সেলাই। মঙ্গলবার ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন নায়িকা। চোট পাওয়া হাতটিকে ঠিক ভাবে রাখার জন্য আপাতত আর্ম স্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। চলছে ওষুধও।

তবে চোট পেলেও আপাতত ভাল আছেন তিনি। আর্ম স্লিং পরে হাসি মুখে সেলফিও পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। লিখেছেন, ‘কিছু দিন ঠিক যে ভাবে পরিকল্পনা করা হয়, সে ভাবে যায় না।’

 

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

অভিনেত্রীর এই ছবি পোস্ট করার পরই তার আরোগ্য কামনা করছেন সকল সতীর্থ থেকে অনুরাগীরা। মিমির দ্রুত আরোগ্য কামনা শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ একই কথা লেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রী নুসরতও। মিমির সুস্থতা কামনা করেছেন তাঁর অনুরাগীরাও।

আরও পড়ুন- ক.রোনা নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর! রাজ্যে ফের লাগু হচ্ছে ক.রোনাবিধি, নির্দেশিকা জারি নবান্নের