গালে জাতীয় পতাকার (National Flag) ছাপ। আর সেই ছাপ নিয়েই অমৃতসরের (Amritsar) স্বর্ণ মন্দিরে (Golden Temple) প্রবেশের চেষ্টা এক তরুণীর। আর যে কারণে শিখদের (Sikh) এই পবিত্র ধর্মস্থানে তরুণীকে মন্দিরে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গালে তেরঙ্গা ছাপ থাকায় তরুণীকে মন্দিরে ঢুকতে দিতে বাধা স্বর্ণ মন্দির কর্তৃপক্ষের। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।
জানা গিয়েছে, সোমবারই হলুদ কাপড়ে মাথা ঢেকে স্বর্ণ মন্দিরে ঢুকতে যান ওই তরুণী। কিন্তু তাঁর গালে জাতীয় পতাকার আদলে তেরঙ্গা ছাপ থাকায় তাঁকে গুরুদ্বারে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তবে শুধু তাঁকে স্বর্ণ মন্দিরে ঢুকতে দেওয়াই নয়, এদিন তাঁর সঙ্গে মন্দির কর্তৃপক্ষ চরম দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্বর্ণ মন্দিরের এক কর্মীর সঙ্গে ওই তরুণী প্রবল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন। এরপরই মন্দিরের ওই কর্মী তরুণীকে হুমকি দিয়ে বলেন, ‘এটা ভারত (India) নয়, পাঞ্জাব (Punjab)’। আর এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনা শুরু হয়। তবে চাপে পড়ে স্বর্ণ মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই তরুণীর গালে আঁকা ছাপটি আর যাই হোক, জাতীয় পতাকার ছিল না। পাশাপাশি, তরুণীর সঙ্গে দুর্ব্যবহার ইস্যুতে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তাঁরা।
A young Sikh girl with the Indian flag painted on her face is not allowed to enter the Golden Temple because “This is Punjab, not India”
Which country’s passport do dimwits of his species use to get to Canada then?
— Shubhangi Sharma (@ItsShubhangi) April 17, 2023
অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রবন্ধক কমিটির সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়ালের দাবি, এটা পবিত্র শিখ গুরুদ্বার। প্রতিটি ধর্মস্থানেরই আলাদা আলাদা কিছু নিয়ম থাকে। কিন্তু এখানে সবাইকেই স্বাগত জানানো হয়। তবে ওই মহিলার গালে মোটেই জাতীয় পতাকা আঁকা ছিল না। কারণ সেখানে অশোক চক্র ছিল না। তবে স্থানীয় প্রশাসনের অনুমান, এই তরুণী ‘বিটিং দ্য রিট্রিট’-এর (Beating The Retreat) অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন। তার আগে স্বর্ণ মন্দিরে যান তিনি। যদিও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি প্রশাসন।