কলকাতার বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন সূর্য?

0
1

রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরকে ৫ উইকেটে হারায় মুম্বই। এই ম‍্যাচে অবশেষে রানের দেখা মিলেছে সূর্যকুমার যাদবের ব‍্যাট থেকে। কলকাতার বিরুদ্ধে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। রানে ফিরে উচ্ছ্বসিত সূর্য। বললেন, প্রতি ম‍্যাচে ধারাবাহিকতা রাখতে চাই।

কেকেআরকে হারিয়ে সূর্য বলেন,”প্রথমে ৬-৭টা বল দেখে নিতে চেয়েছিলাম। জানতাম কিছুটা সময় কাটিয়ে নিলে তারপর খেলতে সমস্যা হবে না। রান তাড়া করার শুরুটা খুব ভাল হয়েছিল। আমার পরে অনেক ব্যাটার ছিল। তাই মাথায় অতিরিক্ত চিন্তা ছিল না। ওরা আমার শরীরের দিকে বেশি বল করছিল। ফলে কব্জি ব্যবহার করে খেলছিলাম। পছন্দের শট খেলতে পেরেছি। যত সময় গড়িয়েছে তত আত্মবিশ্বাস পেয়েছি।”

তবে শুধু এক ম‍্যাচে নয়, প্রতি ম‍্যাচেই রানের ধারাবাহিকতা রাখতে চান সূর্য। তিনি বলেন,”কলকাতার বিরুদ্ধে যে খেলাটা খেলেছি সেটাই পরের ম্যাচগুলোতে ধরে রাখতে চাই। গতবার আমাদের সময় ভাল যায়নি। এবার যাতে সেটা না হয় সেই চেষ্টাই করব।”

আরও পড়ুন:ম‍্যাচ হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক