৬৫ ঘণ্টা জেরার পর গ্রে.ফতার জীবনকৃষ্ণ সাহা

0
2

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ৬৫ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করল সিবিআই। সোমবার ভোর ৫টা ১৫ নাগাদ জীবনকৃষ্ণকে গ্রেফতার করে দুর্গাপুরের সিবিআই ক্যাম্পের উদ্দেশে রওনা হয়ে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর বিধায়ককে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে।

আরও পড়ুন:সোমবার থেকে রাজ্যে আরও বাড়বে গরম, চলবে তাপপ্রবাহ পরিস্থিতি

জানা গেছে,তদন্তে অসহযোগিতা এবং প্রমাণ লোপাটের চেষ্টা, এই দুই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়ককে। তাঁর বাড়ি থেকে প্রায় ২বস্তা নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এসএলএসটির নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেস পুরোটাই পাওয়া গেছে বিধায়কের বাড়ি থেকে, যার মধ্যে রয়েছে তাঁর সুপারিশে চাকরি পাওয়া প্রার্থীদের তথ্য। নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের রোল নম্বর সহ অন্তত ৩,৪০০ জন চাকরিপ্রার্থীর নথি পাওয়া গেছে জীবনকৃষ্ণের বাড়ি থেকে।যদিও গোটাটাই সূত্রের খবর।


নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগে কেন্দ্রীয় এজেন্সি এমন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং অয়ন শীলকে।ঠিক একইভাবে এবার জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা ।