DA নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে রাজ্যকে বসার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ১০ দিনের মধ্যে বৈঠক ডাকতে হবে। সোমবার, এই নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

হাই কোর্ট বলেছে,
• রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি তৈরি হবে।
• সংগঠনের তরফে ৫জন প্রতিনিধি ওই বৈঠকে থাকবেন।
দ্রুত বৈঠকের দিন ঠিক করতে হবে। এরই পাশাপাশি, কর্মচারী ফেডারেশনকেও কর্মবিরতি না করার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
৬ এপ্রিল বকেয়া ডিএ-র দাবিতে ১২ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল কর্মচারীদের সংগঠনের জোট সংগ্রামী যৌথ মঞ্চ। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ১৭ এপ্রিলের মধ্যে রাজ্যকে বিক্ষুব্ধ কর্মচারীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেয় আদালত। সেই মতো সোমবার, রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের উপস্থিতিতে আলোচনায় বসার কথা ছিল। তবে, এদিনই হাই কোর্ট জানিয়ে দিল ১০ দিনের মধ্যে ওই বৈঠক করতে হবে। বৈঠকে হাজির থাকতে হবে আন্দোলনরত সংগঠনের প্রতিনিধিদেরও।







































































































































