আজ সুপার কাপের পরবর্তী ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ আইজল এফসি। এক ম্যাচ বাকি রেখে মোহনবাগান সুপার কাপ থেকে বিদায় নিলেও ইস্টবেঙ্গলের সামনে কঠিন অঙ্ক নক-আউট পর্বে যাওয়ার।

গ্রুপ ‘বি’র পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকা হায়দরাবাদ ও ওড়িশার পয়েন্ট ৪। তিনে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ২। নক আউটে যেতে হলে ইস্টবেঙ্গলের সামনে দু’টি শর্ত। সবার আগে, ম্যাচে চার গোলের ব্যবধান রেখে জিততে হবে ক্লেটন সিলভাদের। দ্বিতীয়ত, গ্রুপের অন্য ম্যাচে হায়দরাবাদ ও ওড়িশা এফসি-র মধ্যে লড়াই অমীমাংসিত থাকতে হবে। এই ম্যাচ গোলশূন্য, ১-১ বা ২-২ ড্র হলে এবং ইস্টবেঙ্গল ৪-০ বা ৪-১ ফলে আইজলকে হারালে তবেই নক-আউটে খেলার সুযোগ মিলবে লাল-হলুদের। কিন্তু একের বেশি গোল হজম করলে ইস্টবেঙ্গলের আর কোনও সম্ভাবনা থাকবে না। তবে ইস্টবেঙ্গল চার গোলের ব্যবধানে জিতলে এবং হায়দরাবাদ-ওড়িশা ম্যাচ ৩-৩ ড্র হলে কী হবে, তা স্পষ্ট নয়। তখন তিনটি দলেরই পয়েন্ট, গোল পার্থক্য এবং মুখোমুখি সাক্ষাতের ফল এক থাকবে। রবিবার রাত পর্যন্ত ফেডারেশনের তরফ থেকে এ ব্যাপারে ইস্টবেঙ্গলকে কিছু জানানো হয়নি।

তবে লাল-হলুদ শিবির অঘটনের আশায়। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের কাছে এটা বিদায়ী ম্যাচের মতো। বললেন, ‘‘অঘটন তো ফুটবলে হয়। আমরা নিজেদের কাজটা আগে সেরে রাখতে চাই। বড় ব্যবধানে জিততে হবে। এছাড়া কোনও পথ নেই। ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হয়েছে মরশুম জুড়ে। চেষ্টা করতে হবে শেষ ম্যাচে সেটা যতটা সম্ভব কম করার।”
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস










































































































































