তন্ত্র সাধনায়(Black Magic) চরম পদক্ষেপ নিলেন দম্পতি। নিজের বাড়িতেই গিলেটিন(guillotine) জাতীয় যন্ত্র বানিয়ে আত্মহুতি দিলেন স্বামী-স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujrat) রাজকোট জেলার ভিঞ্চিয়া গ্রামে। মৃত ওই দম্পতির নাম হেমুভাই মাকওয়ানা(৩৮) এবং তাঁর স্ত্রী হানসাবেন(৩৫)। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার পিছনে তন্ত্র যোগ রয়েছে বলে অনুমান করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যযুগীয় সময়ে মৃত্যুদণ্ডের আসামিকে হত্যা করতে ব্যবহৃত হত এই ধরণের প্রাণঘাতী এই যন্ত্র। যেখানে অপরাধীকে বলিকাঠে রেখে ধারালো ভারি অস্ত্র দড়ির সাহায্যে উপরে তুলে তা নিচে ফেলে দেওয়া হত। এই ধরনের যন্ত্র বাড়িতে বানান ওই দম্পতি। এবং তা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে যন্ত্রে মাথা কাটা যাওয়ার পর তা সোজা যজ্ঞের অগ্নিকুণ্ডে এসে পড়ে। পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমরা নিজেদের ইচ্ছায় মৃত্যুবরণ করছি।