১) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়্যালস। হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পায় সঞ্জু স্যামসনের দল। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন এবং হিটম্যায়ার।

২) আইপিএল-এ অভিষেক ছেলে অর্জুন তেন্ডুলকরের। বিশেষ বার্তা বাবা সচিন তেন্ডুলকরের। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন,” অর্জুন, আজ তুমি একজন ক্রিকেটার হিসাবে তোমার জীবন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে।”

৩) কাজে এল না ভেঙ্কটেশ আইয়রের ১০৪ রান। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। আর এর ফলে পরপর দুই ম্যাচে হারল কেকেআর। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হারল নীতীশ রানার দল।
৪) আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটাতে হার দিল্লির। আর এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোঁচা রবি শাস্ত্রীর। শাস্ত্রী বলেন,বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ নিশ্চয়ই ভেবেছিল একটা সুন্দর উত্তরণ হল।
৫) আজ সোমবার মঞ্জেরি স্টেডিয়ামে সুপার কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ আই লিগের দল আইজল এফসি। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের কাছে এটা বিদায়ী ম্যাচের মতো। বললেন, “অঘটন তো ফুটবলে হয়।”
আরও পড়ুন:গুজরাত টাইটান্সেকে ৩ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস










































































































































