বেড়ে চলেছে তিক্ততা, সোশ্যাল মিডিয়ায় সৌরভকে আনফলো বিরাটের

0
1

সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি তিক্ততা বেড়েই চলেছে। শনিবার আরসিবি বনাম দিল্লি ক‍্যাপিটালস ম‍্যাচের শেষে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাননি বিরাট কোহলি। এমনকি ম‍্যাচের মধ‍্যেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে কটমট করে তাকিয়ে ছিলেন কোহলি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এবার, সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করলেন বিরাট কোহলি।

শোনা যাচ্ছে, শনিবারের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরেই কোহলি সৌরভকে আনফলো করেছেন। যদিও আগে তিনি সৌরভকে ফলো করতেন। ইনস্টাগ্রামে ২৭৬ জনকে অনুসরণ করেন বিরাট। এতদিন সেই তালিকায় ছিলেন সৌরভও। কিন্তু শনিবারের ম্যাচের পরে সৌরভকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন বিরাট। যদিও বিরাটকে অবশ্য এখনও ফলো করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, একদিনের ক্রিকেট এবং টেস্ট থেকে বিরাটের অধিনায়কত্ব যখন গিয়েছিল, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনে করা হচ্ছে সেই রাগ এখনও যায়নি বিরাটের।

আরও পড়ুন:আরও এক নজির পিয়ালির, এভারেস্টের পর অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন তিনি