ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত, সঙ্গে মণীশ কোঠারিও

0
2

মিলল না স্বস্তি। ফের জেল হেফাজতে বীরভূম জেলা TMC সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। সোমবার, শুনানিতে এই নির্দেশ দিল দিল্লির (Delhi) CBI-এর বিশেষ আদালত। ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও (Manish Kothari)। মামলার পরবর্তী শুনানি ১ মে।

আপাতত তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় এদিন ফের ১৪দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। গত ২১ মার্চ অনুব্রতকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। এরপরেও তাঁর জামিনের আবেদন খারিজ হয়। এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক, অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি, তাঁর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হোসেন। এদিন, মণীশকেও ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।