আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটাতে হার দিল্লির। আর এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোঁচা রবি শাস্ত্রীর। আরসিবি বনাম দিল্লি ম্যাচে ধারাভাষ্য দিতে দিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিলেন ভারতের প্রাক্তন কোচ।
দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি। আরসিবি ম্যাচেও যখন হারের সামনে দাঁড়িয়ে দিল্লি, তখন শাস্ত্রী ধারাভাষ্য দিতে দিতে বলেন,” খেলায় একটা দল হারতেই পারে। টান টান খেলায় হার এক কথা। আর দিল্লি যেভাবে গোহারা হারছে সেটা অন্য। দিল্লি প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারছে না। ”
এরপরই শাস্ত্রী বলেন,” বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ নিশ্চয়ই ভেবেছিল একটা সুন্দর উত্তরণ হল। হয়তো মনে করেছিল কাজটা সহজ হবে।”একথা শুনেই পাশে বসা ধারাভাষ্যকার সাইমন ডুলও অবাক হয়ে যান। এরপরই আবার শাস্ত্রী বলেন,”ওই ডাগআউটে এমন দু’জন বসে রয়েছে যারা হারতে পছন্দ করে না। তাদের মধ্যে একজন হলেন রিকি পন্টিং। আর অন্যজন হলেন ডেভিড ওয়ার্নার। ওরা সব সময় জেতার চেষ্টা করে।” এক্ষেত্রে শাস্ত্রীর মুখে একবারও সৌরভের কথা শােনা যায়নি।
আরও পড়ুন:কেকেআরের বিরুদ্ধে নেতা নন রোহিত, আইপিএল-এ অভিষেক অর্জুনের