কেকেআরের বিরুদ্ধে নেতা নন রোহিত, আইপিএল-এ অভিষেক অর্জুনের

0
3

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। তবে ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে খেলছেন না রোহিত শর্মা। রোহিতের বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। জানা গিয়েছে পেটে সমস্যা রোহিতের। যদিও প্রথম একাদশে না থাকলেও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন হিটম‍্যান।

টসের সময় দেখা যায়, কেকেআর অধিনায়ক নীতীশ রানার সঙ্গে টস করতে নামেন সূর্যকুমার যাদব। তখনই বোঝা যায়, রোহিত নেতা নন। টস জিতে সূর্য জানান, “রোহিতের পেটে সমস্যা হয়েছে। তাই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।”

এদিকে আইপিএলে অভিষেক হল সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সচিন পুত্রকে প্রথম একাদশে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালে প্রথম মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেয়। সে বছর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান অর্জুন। গত মরশুম থেকে দলের সঙ্গে থাকলেও এর আগে আইপিএল-এ ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর।

আরও পড়ুন:সৌরভের দিকে কটমট করে তাকিয়ে বিরাট, মেলালেন না হাত, ভাইরাল ভিডিও