হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির, গুরুতর আ.হত ৩

0
3

আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম ৩। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ায় (Howrah) ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার পীরতলায়। পুলিশ সূত্রে খবর, একটি প্রাইভেট গাড়ি উল্টে গিয়ে জখম হয়েছেন তিন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রাইভেট গাড়িটি মেদিনীপুরের (Medinipore) দিকে যাচ্ছিল। তবে সকাল ৭ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে পীরতলার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই জাতীয় সড়কের উপর গাড়িটি উল্টে যায়।

পুলিশ ও স্থানীয়রাই আহতদের উদ্ধার করে উলুবেড়িয়ার (Uluberia) একটি হাসপাতালে ভর্তি করেছে। তবে দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গাড়িটিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে, শনিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। পূর্ব বর্ধমানের গলসি থানার ঘটনা। জানা গিয়েছে, একটি চার চাকা গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে লরি। যার ফলে ঘটে যায় দুর্ঘটনা। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।