আইপিএল-এ অভিষেক অর্জুনের, বিশেষ বার্তা সৌরভ-হরভজন সিং-এর

0
11

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল-এ অভিষেক হয় সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। কেকেআরের বিরুদ্ধে আইপিএল-এ অভিষেক হয় তাঁর। অর্জুনের আইপিএল অভিষেক ঘটল আইকনিক সেই ভেন্যু ওয়াংখেড়েতে, যেখানে তাঁর পিতা শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। অর্জুনের আইপিএল অভিষেক দেখে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংরা। সোশ্যাল মিডিয়ায় তারা দিলেন বিশেষ বার্তা।

অর্জুনের আইপিএল-এ অভিষেকের পর সৌরভ টুইটারের লেখেন,” অর্জুনকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখে দারুণ লাগছে। চ্যাম্পিয়ন পিতা নিশ্চয় গর্বিত। ওঁর জন্য শুভেচ্ছা রইল।”

ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং লেখেন,”অনেক শুভেচ্ছা অর্জুন তেন্ডুলকর। পাজি, গোটা পরিবার এমনকি আমাদের জন‍্যও দারুণ খবর। ওঁকে দেখেছি মুম্বইয়ের জার্সি পরার স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে। আরও এগিয়ে যাও অর্জুন।”

২০২১ সালে প্রথম মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেয়। সে বছর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান অর্জুন। গত মরশুম থেকে দলের সঙ্গে থাকলেও এর আগে আইপিএল-এ ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। অবশেষে এদিন আইপিএল-এ খেলার দরজার খুলল অর্জুনের।

আরও পড়ুন:দিল্লির টানা হার, সৌরভকে খোঁচা শাস্ত্রীর