বছরের প্রথম দিনেই বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment Industry) নতুন মানুষের আগমন বার্তা। পয়লা বৈশাখে সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi C) পরিবারে খুশির মেজাজ। মা হতে চলেছেন টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। বিয়ের ছয় বছর পর দুই থেকে তিন হচ্ছেন এই তারকা দম্পতি। প্রথম সন্তানের আগমনের আহ্লাদে আটখানা গৌরব (Gaurab Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুভেচ্ছা বন্যা।
View this post on Instagram
নববর্ষে টালিগঞ্জের ঘুম ভাঙার আগেই সাদা রঙা মেটারনিটি ড্রেসে মিষ্টি ঋদ্ধিমার বেবি বাম্পের ছবি দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা। ছবিতেও অবশ্য জুটিতেই আছেন, ঘন নীল শার্ট আর জিনসে হবু বাবা গৌরবের (Gaurav Chakraborty) হাসিতেই আনন্দের ঝলকানি স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। ইনস্টাগ্রামে এই সুখবর ভাগ করে নিতেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসলেন হবু বাবা মা। ভালোবাসার সফরের ১৩ বছর পার করেছেন, ছ’বছর আগে সাতপাকে ঘুরেছেন, এবার সম্পর্কের এক নতুন ইনিংস শুরু হওয়ার অপেক্ষা। টলিপাড়ার নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত ঋদ্ধিমা-গৌরবের শুভানুধ্যায়ীরা।