পয়লা বৈশাখে : তৃণমূল বিধায়ককে মিষ্টি মুখ বিজেপির

0
3

বাংলা নববর্ষের প্রথমদিনই রাজনীতির ময়দানে সৌজন্যের ছবি। শনিবার সকালে নিজের কর্মসূচি সেরে ফিরছিলেন তৃণমূল (TMC) বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। ব্যান্ডেল রায় বাজার এলাকায় একটি ক্যাম্প করেছে BJP। সেখান দিয়ে যাওয়ার সময় বিধায়কের গাড়ি থামান বিজেপি কর্মী সমর্থকরা। বিধায়ককে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাওয়ান তাঁরা। তৃণমূল বিধায়কও বিজেপি কর্মী সমর্থকদের মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, তিনি চুঁচুড়া বিধানসভা কেন্দ্র এত উন্নয়নের কাজ করেছেন সেটা সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির সকলে জানেন। তাই বিজেপির কর্মী-সমর্থকরা তাঁকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানিয়েছে। তাঁদে মিষ্টিমুখ করান। বাংলা নতুন বছরের প্রথম দিনেই রাজনীতির ময়দানে সৌজন্যের ছবি ব্যান্ডেলে।