দেশে ফেরানো যাবে না মেহুলকে: জানালো অ্যান্টিগা ও বারবুডা আদালত

0
1

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) ১৩০০ কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত মেহুল চোকসিকে(Mehul Choksi) আপাতত ভারতে ফেরানো যাবে না। স্থানীয় পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে এমনটাই জানালো অ্যান্টিগা ও বারবুডা হাই কোর্ট। আদালতে এখানে নির্দেশে মেহুল প্রত্যার্পন প্রক্রিয়ায় কিছুটা হলেও ধাক্কা খেলো ভারত(India)।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপুল অংকের ঋণ না মিটিয়ে ভারত ছেড়ে দক্ষিণ আমেরিকার দ্বীপপুঞ্জে ঘাঁটি গাড়েন চোকসি। তাঁকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ শুরু করে কেন্দ্র। এর মাঝেই মার্চ মাসে ইন্টারপোলের রেড কর্নার নোটিস থেকে সরে যায় মেহুল চোকসির নাম। তখনই আশঙ্কা করা হচ্ছিল যে প্রত্যার্পণ প্রক্রিয়া ধাক্কা খাবে। শুক্রবার সেই আশঙ্কাই সত্যি হল। সে দেশের হাই কোর্ট জানিয়ে দিল, হাই কোর্টের নির্দেশ ছাড়া অ্যান্টিগা ও বারবুডা থেকে তাঁকে কোথাও নিয়ে যাওয়া যাবে না।

উল্লেখ্য, ভারতে নিয়ে গেলে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আবেদন জানিয়েছিলেন চোকসি। সেই বিষয়টিও মেনে নিয়েছে ইন্টারপোলের (Interpol) বিশেষ আদালত। এবার পলাকার হিরে ব্যবসায়ীর পক্ষে রায় দিল অ্যান্টিগার আদালতও।