চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু কবে?

0
1

অমরনাথ যাওয়ার জন্য যারা পরিকল্পনা করছিলেন তাদের জন্য সুখবর। নববর্ষের দিনই ঘোষিত হল অমরনাথ যাত্রার সময়সূচি। শুক্রবার শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের (SASB) তরফে জানানো হয় চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে আগামী ১ জুলাই। চলবে টানা দুই মাস। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে।

জানা গিয়েছে, এদিন অমরনাথ যাত্রার সূচি নিয়ে জম্মু-কাশ্মীরের রাজভবনে উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে বৈঠকে বসে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (SASB)। অমরনাথ যাত্রীদের পথে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। এছাড়া যাত্রীদের সুবিধার্থে আবহাওয়া, রুট সহ পথে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য একটি অ্যাপ চালু করা হচ্ছে বলে SASB জানিয়েছে।