ধোনির কি পায়ে চোট? কী বলছেন সিএসকে কোচ? মাহিকে নিয়ে বিশেষ ভিডিও পোস্ট সিএসকের

0
2

বুধবার রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ৩ রানে হারে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একসময়ে জয় ছিনিয়ে নেওয়ার মুখেই ছিল সিএসকে। শেষ ওভারে ২১ রানের লক্ষ‍্যের সামনে ধোনি পরপর জোড়া ছক্কা হাঁকিয়ে জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন দলকে। তবে সন্দীপ শর্মা ইয়র্কার ধোনি-জাদেজাকে আটকে দেয়। শেষমেশ হারের মুখ দেখে ধোনির দল। তবে এরপরই সিএসকের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যা দেখে মন খারাপ ধোনি ভক্তদের।

বৃহস্পতিবার সিএসকের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে দেখা যাচ্ছে ধোনি মাঠ ছাড়ার সময় হালকা খোঁড়াচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “একজন যোদ্ধা, একজন বর্ষীয়ান, একজন চ্যাম্পিয়ন- এক এবং একমাত্র।”

জানা যাচ্ছে চোট রয়েছে সিএসকে অধিনায়কের। সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিংও স্বীকার করেছেন ধোনি হাঁটুতে চোট রয়েছে। এই নিয়ে ফ্লেমিং বলেন,” ওঁর হাঁটাচলা দেখেই স্পষ্ট ও হাঁটুতে চোট নিয়ে খেলছে। যদিও ওর ফিটনেস পেশাদারদের মতোই। কয়েক মাস আগেই ও এখানে চলে এসেছিল। রাঁচিতেও অল্পবিস্তর অনুশীলন করেছিল। তবে চেন্নাইয়ে আসার একমাস আগে ওঁর প্রিসিজন চালু হয়ে গিয়েছিল।”

ফ্লেমিং আরও বলেন,” ম্যাচ কন্ডিশনে আসার জন্য ও প্রবল পরিশ্রম করেছে। ও এখনও দুরন্ত খেলছে। ও নিজেকে যেভাবে প্রস্তুত করে, সেই বিষয়ে আমরা বরাবর আত্মবিশ্বাসী থাকি। বরাবর ও চালু গতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।”

আরও পড়ুন:শুভমনের খেলায় খুশি নন সেহবাগ, বললেন, ‘এই ধরনে খেললে ক্রিকেটই ওঁকে থাপ্পড় মারবে’