পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর প্রথম সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়ি। বাঙালি হওয়ার পথে আরও এক পা বাড়ালেন সি ভি আনন্দ বোস। বাংলা নববর্ষের প্রথমদিন অর্থাৎ, পয়লা বৈশাখ রাজভবনে এক অনুষ্ঠানে বাংলায় ভাষণ দেবেন রাজ্যপাল! রাজভবন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন:রাজস্থানে দেখা মিলল অমৃতপালের! ফের খা.লিস্তানি নেতাকে ধরতে ব্যর্থ পুলিশ
পদবি “বোস” হলেও রাজ্যপাল কিন্তু বাঙালি নন। কেরলের কোট্টায়ামে জন্ম সিভি আনন্দ বোসের। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর একাধিকবার বাংলার শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তাঁর মতে, ”যেখানেই কাজ করি না কেন, স্থানীয় ভাষা শেখা জরুরি। তাতে সাধারণ মানুষের উপকার হয়”। তাছাড়া বাংলা খুব সুন্দর ও মিষ্টি ভাষা বলেই মনে করেন আনন্দ বোস। কিছু কিছু বাংলা তিনি বুঝতেও পারেন।
এর আগে সরস্বতী পুজোর দিনে হাতেখড়ি অনুষ্ঠান হয় রাজভবনে। রাজ্যপালকে ‘অ-আ-ক-খ’ লেখায় দিয়াসিনি রায় নামে এক শিশু। শুধু তাই নয়, সরকারি স্কুলের এক শিক্ষক এখন তাঁকে নিয়মিত বাংলা শেখাচ্ছেন বলে খবর। তাই পয়লা বৈশাখে ইংরেজি ছেড়ে বাংলায় ভাষণও দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল!